গুচ্ছ ভর্তি প্রস্তুতি | মানবিক বিভাগ | ২০২১-২২ সালের প্রশ্ন থেকে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪ PM
ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে সাধারণ গুচ্ছের মানবিক বিভাগের ২০২১-২২ সালের সমাধানসহ প্রশ্ন।
বাংলা
01. মাঠে পাকা ধান দেখে যাদের মনে ভক্তিভাব জেগে ওঠে মজিদের দৃষ্টিতে তারা কিসের পূজারী?
a) ভূত
b) পীর
c) মাঠ
d) ফসল
উত্তর: a
02. মজিদকে প্রথম বার দেখে জমিলা কী ভেবেছিল?
a) বর
b) ঘটক
c) শ্বশুর
d) মৌলভি
উত্তর: c
03. গঠনরীতির দিক থেকে 'তাহারেই পড়ে মনে' কী ধরনের রচনা?
a) স্মৃতিনির্ভর
b) সংলাপনির্ভর
c) বর্ণনামূলক
d) উপদেশমূলক
উত্তর: b
04. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়?
a) বাঁধনহারা
b) মৃত্যুক্ষুধা
c) কুহেলিকা
d) ব্যথার দান
উত্তর: d
05. 'অসমাপ্ত আত্মজীবনী'তে কত সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ঘটনাবলি স্থান পেয়েছে?
a) ১৯৫৫
b) ১৯৫৮
c) ১৯৬৯
d) ১৯৭০
উত্তর: a
06. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের হাত থেকে নক্ষত্রের মতো কী ঝরছে?
a) রক্ত
b) পতাকা
c) বন্দুকের গুলি
d) বর্ণমালা
উত্তর: d
07. ‘... অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই’- উক্তিটি কার?
a) কমলাকান্ত
b) মার্জার
c) কালীকান্ত চট্টোপাধ্যায়
d) কাজী নজরুল ইসলাম
উত্তর: b
08. 'বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশটুকু মেঘনাদবধ কাব্যের কোন সর্গ থেকে নেওয়া হয়েছে?
a) দ্বিতীয়
b) চতুর্থ
c) ষষ্ঠ
d) অষ্টম
উত্তর: c
09. 'আহ্বান' গল্পের বুড়ি কে?
a) জমির করাতির স্ত্রী
b) চক্কোত্তি মশায়ের স্ত্রী
c) আবেদালির মা
d) শুকুর মিঞার মা
উত্তর: a
10. 'Trilogy'- এর পরিভাষা কী?
a) রচনাবলি
b) ত্রয়ী
c) গাঁথা
d) গীতিকা
উত্তর: b
11. কোনটি ফারসি উপসর্গ?
a) হর
b) আম
c) নিম
d) সাব
উত্তর: b
12. 'সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর'- কী নাম তার?
a) শঙ্খমালা
b) বনলতা
c) সবিতা
d) সুরঞ্জনা
উত্তর: a
13. যে উপমায় উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং তুলনাবাচক শব্দ উপস্থিত থাকে তাকে কী বলা হয়?
a) মালোপমা
b) লুপ্তোপমা
c) প্রতিবস্তু উপমা
d) পূর্ণোপমা
উত্তর: d
14. ধ্বনি পরিমাপের ক্ষুদ্রতম মানদণ্ডকে কী বলা হয়?
a) অক্ষর
b) মাত্রা
c) পর্ব
d) যতি
উত্তর: b
15. 'তদন্ত' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) অনুশীলন
b) আরজি
c) নিরবশেষ
d) প্রতিরূপীকরণ
উত্তর: c
16. সুন্দরের অনিবার্য অভ্যুত্থান' হচ্ছে-
a) মুক্তিযুদ্ধ
b) কবিতা
c) নাটক
d) ভাষা-আন্দোলন
উত্তর: b
17. 'রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় 'প্রাণের জাহাজ' দ্বারা কী বোঝায়?
a) জনতা ও গণতন্ত্র
b) জনসম্পদ ও প্রকৃতি
c) জনতা ও জাতিসত্তা
d) জনতা ও জনসম্পদ
উত্তর: d
18. বাংলাদেশের জাতীয় জাদুঘর কত সালে যাত্রা শুরু করে?
a) ১৯১৩
b) ১৯১৫
c) ১৯২১
d) ১৯২৩
উত্তর: a
19. কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের গ্রন্থ নয়?
a) মতিচুর
b) পদ্মরাগ
c) সুলতানার স্বপ্ন
d) উদাত্ত পৃথিবী
উত্তর: d
20. বৃক্ষ কীসের ইঙ্গিত দেয়?
a) বৃদ্ধি ও আশ্রয়
b) ছায়া ও প্রশান্তি
c) বৃদ্ধি ও প্রশান্তি
d) সম্পদ ও উদারতা
উত্তর: c
21. ‘মনু+ষ্ণ’ এর মূলভাব কোনটি?
a) মানব
b) মানুষ
c) মনুষ্য
d) মনসা
22. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?
a) কণ্ঠনালী
b) জিহ্বা
c) তালু
d) দাঁত
উত্তর: b
23. 'চৌঠা' কোন বাচক শব্দ?
a) অঙ্গবাচক
b) তারিখবাচক
c) পূরণবাচক
d) গণনাবাচক
উত্তর: b
24. নূরুলদীন কোন অঞ্চলের কৃষক নেতা ছিলেন?
a) ফরিদপুর-বরিশাল
b) রংপুর-দিনাজপুর
c) নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ
d) সিলেট-কুমিল্লা
উত্তর: b
25. কোনটি 'সড়গড়' শব্দের অর্থ নয়?
a) স্মৃতিগত
b) অভ্যন্ত
c) অসংগত
d) রপ্ত
উত্তর: c
26. কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তি নয়?
a) কল কল
b) টন টন
c) ঝম ঝম
d) লাল লাল
উত্তর: d
27. বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে কোন ধ্বনির ব্যবহারের প্রয়োজন নেই?
a) শ
b) স
c) ষ
d) য়
উত্তর: c
28. ‘আহ্বান’ শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি?
a) আওবান
b) আহ্বান্
c) আহোব্বান
d) আওভান্
উত্তর: d
29. ‘সিরাজ-উদ্-দৌলা’ নাটকে ঘসেটি বেগমের পালক পুত্রের নাম কী?
a) মীর মীরন
b) মীর জুমলা
c) মানিক চাঁদ
d) শওকত জং
উত্তর: d
30. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
a) গীতাঞ্জলি
b) জন্মদিনে
c) বলাকা
d) চিত্রা
উত্তর: b
31. ‘আব্বুকে ছোটোমামার মতো দেখাচ্ছে। আব্বু তা হলে মুক্তিবাহীনি। তাই না?’- এখানে আব্বুর নাম কী?
a) সাত্তার মৃধা
b) নুরুল হুদা
c) আফাজ আহমেদ
d) নূরুল আহমদ
উত্তর: b
32. 'কথায়পটু' কোন ধরনের সমাস?
a) ব্যতিহার বহুব্রীহি
b) প্রত্যয়ান্ত বহুব্রীহি
c) অলুক বহুব্রীহি
d) মধ্যপদলোপী বহুব্রীহি
উত্তর: c
33. 'মাসের শেষ দিন'কে এককথায় কী বলা হয়?
a) একাদশী
b) মাসান্ত
c) প্রতিপদ
d) সংক্রান্তি
উত্তর: b
34. শব্দের শেষে কোনটি যুক্ত হওয়ার পরে আর কিছু যুক্ত হয় না?
a) উপসর্গ
b) প্রত্যয়
c) প্রকৃতি
d) বিভক্তি
উত্তর: d
35. 'ভূষণ্ডির কাক' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত?
a) কপট
b) বক ধার্মিক
c) দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
d) সুসময়ের বন্ধু
উত্তর: c
English
Read the passage below and answer the questions that follow(question 1-5)
While many theories have been proposed about the function of dreams, no consensus has emerged. Considering the time we spend in a dreaming state, the fact that researches do not yet understand the purpose of dreams may seem baffling. However, it is important to consider that science is still unravelling the exact purpose and function of sleep itself. Some researchers suggest that dreams serve no real purpose, while others believe that dreaming is essential to mental, emotional and physical well- being. Some researchers suggest that dreams are a subjective interpretation of signals generated by the brain during sleep. Dreamers are not meaningless. Instead, during dreams the cognitive elements in our brain produce new ideas. One theory suggests that dreams are the result of our brains trying to interpret external stimuli during sleep. For example, the sound of the radio may be incorporated into the content of a dream.
01. The passage mentinons a theory of dream that suggests that when we sleep, we receive stimuli from
a) our memory
b) our desire
c) sources inside our body
d) sources that lie outside of the body.
Ans:d
02. In place of the word 'unravelling' we can use
a) untangling
b) entangling
c) twisting
d) ignoring
Ans: a
03. The passage suggests that
a) science is still clueless about the real purpose of sleep
b) dreaming guarantees physical fitness
c) brains stop functioning when we sleep
d) dreams are meaningless
Ans: a
04. The passage is about
a) the importance of sleep
b) understanding the purpose and function of dreams
c) Freud's interpretation of dreams
d) why our dreaming state is long
Ans: b
05. By the 'cognitive elements of our brain' the passage suggests,
a) te elements are connected to compassion and fellow-feeling
b) the sensuous elements stimulate desire
c) elements are conntcted to reasoning, learning and conceptualizing
d) elements directly affect one's spiritulaity
Ans : c
06. Wisdom is better than strength. here 'strength' is a/an
a) proper noun
b) abstract noun
c) adverbial noun
d) collective noun
Ans: b
07. "He who opens a school door, close a prison, said by
a) Victor Hugo
b) Nelson Mandela
c) Martin Luther King Jr.
d) Mother Teressa
Ans : a
08. Which one of the pairs shows a similar relationship Water: Bottle
a) Balloon: Sky
b) Doctor: Hospital
c) Pen: Ink
d) Milk: Cup
Ans : d
09. He f of the sentence would come. The underline part is a/an
a) noun clause
b) adverb clause
c) relative clasue
d) adjective clasue
Ans : a
10. The word 'emancipation' means
a) manifestation
b) Liberation
c) Participation
d) expectation
Ans: b
11. Which one is a correct sentence?
a) The sun is a star.
b) Sun is a star.
c) The sun is star.
d) Sun is star.
Ans: a
12. Which sentence does not have a misplaced modifier?
a) While still a girl, I went to the fair with my father.
b) While still a girl, my father sent me to the fair
c) While still a girl, my father went to the fair with me.
d) While still a girl, the fair went with my father and me.
Ans: a
13. Which one is correct in spelling?
a) Personel
b) Personale
c) Personnel
d) Personnal
Ans : c
14. A disease that affects a large number of people within a community is called
a) pandemic
b) paramedic
c) infection
d) epidemic
Ans: d
15. The adjective of the word 'Mountain'
a) mounting
b) mountainly
c) mountainous
d) mountany
Ans: c
16. Which word is wrongly spelt?
a) Reminiscence
b) Receive
c) Reciept
d) Recede
Ans: b
17. Which is an appropriate passive dorm od the sentence "They are organizing a search party"
a)A search purty they have organized.
b) A search party is being organized by they
c) A search party by them being organized.
d) A search party is being organized by them.
Ans: d
18. Which sentence maintains subject and verb agreement?
a) Sumita and her brothers are at school.
b) Raqib, Salman or Sharmin have visits the park.
c) The man with the colorful birds live on my street.
d) One of my uncles are going on a trip to Laos.
Ans: a
19. I will water the plants tomorrow. Here the word "water" is----
a) a noun
b) a verb
c) an adjective
d) an adverb
Ans: b
20. Which one is not included in 'Types of Conflict?
a) Self conflict
b) Value conflict
c) Power conflict
d) Economic conflict
Ans: a
21. A warrior of light his world with the people he loves.
a) encourage
b) throws
c) shares
d) growing
Ans: c
22. You have made your bed and now you may ---- on it.
a) lie
b) lay
c) lain
d) laid
Ans: a
23. The setting of the story A Mother in Mannville is in the
a) Summer
b) Autumn
c) Winter
d) Fall
Ans: c
24. Have you ever ----- to Canada?
a) being
b) go
c) went
d) been
Ans : d
25. I wish I ----- achild again.
a) be
b) am
c) was
d) were
Ans : d
26. The child ------ like an angel.
a) sleeping
b) sleep
c) slept
d) slipped
Ans : c
27. Which one is connect in spelling
a) Etiquette
b) Etiquite
c) Atiquite
d) Atiquite
Ans: a
28. Choose the right meaning of the idiom 'Hang fire'.
a) Delay
b) Cense
c) Hang on
d) Stop
Ans: a
29. 'Orpheus' is related to
a) legends
b) indigenous
c) myths
d) folk
Ans: c
30. The host was ----- the number of guests.
a) count
b) counted
c) counting
d) counts
Ans: c
31. It is a bit risky to generalize ----- one set of results.
a) off
b) from
c) in
d) about
Ans: b
32. Artists have been painting nature ------ centuries.
a) since
b) by
c) after
d) for
Ans: d
33. The man died ----- hunger.
a) of
b) to
c) about
d) by
Ans: a
34. He has great affection ----- his grandchildren.
a) of
b) after
c) with
d) for
Ans: d
35. Choose the correct sentence:
a) Who belongs to the book?
b) Whom does the book belong?
c) To while the book belongs
d) Who does the book belong to?
Ans: d
সাধারণ জ্ঞান
01. বেঙ্গল প্যাক্ট কী?
a) একটি চুক্তি
b) রাজনৈতিক দল
c) কারখানার নাম
d) একটি বিশ্ববিদ্যালয়
উত্তর: a
02. টেরাকোটা কী?
a) মাটির ফলক
b) পোড়া মাটির ফলক
c) লাল ইট
d) প্লাস্টিক সামগ্রী
উত্তর: b
03. কোন ব্যাখ্যা ব্যক্তিভেদে সর্বদা ভিন্ন হয়?
a) সাধারণ
b) লৌকিক
c) বৈজ্ঞানিক
d) যথার্থ
উত্তর: b
04. তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?
a) লুসাই পর্বত
b) মানোস সরোবর
c) খাগড়াছড়ি পর্বত
d) সিকিম পর্বত
উত্তর: d
05. পণ্যের দাম স্থিতিস্থাপকতার নির্ধারক (Determinant) নয় কোনটি?
a) পণ্যের প্রকৃতি
b) পণ্য ক্রয়ে আয়ের আনুপাতিক ব্যয়
c) পণ্যের বিক্রেতা সংখ্যা
d) পণ্যের বিকল্প ও পরিপূরকের পর্যাপ্ততা
উত্তর: c
06. কোনটি প্রধান সামষ্টিক অর্থনৈতিক চলক নয়?
a) জিডিপি প্রবৃদ্ধির হার
b) বেকারত্বের হার
c) মুদ্রাস্ফীতির হার
d) স্বয়ম্ভূত বিনিয়োগ
উত্তর: d
07. কম্পিউটার চালু হওয়ার সময় কোনটি প্রথম ব্যবহৃত হয়?
a) Cache
b) RAM
c) DRAM
d) ROM
উত্তর: d
08. Google Drive কী ধরণের স্টোরেজ?
a) প্রাইমারি
b) নেটওয়ার্ক
c) ক্লাউড d
d) ভোলাটাইল
উত্তর: c
09. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
a) ৫.১০ কিমি
b) ৬.১৫ কিমি
c) ৭.০৯ কিমি
d) ৮.১১ কিমি
উত্তর: b
10. সবার জন্য শিক্ষা' শ্লোগানটি কোথায় মুদ্রিত আছে?
a) এক টাকার নোটে
b) দুই টাকার নোটে
c) পাঁচ টাকার মুদ্রায়
d) দুই টাকার মুদ্রায়
উত্তর: d
11. মুজিব শতবর্ষ' লগোর নকশাকার কে?
a) হাশেম খান
b) সব্যসাচী হাজরা
c) মুস্তফা মনোয়ার
d) শিশির ভট্টাচার্য
উত্তর: b
12. বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য কোন কোডটি ব্যবহার হয়?
a) UNICODE
b) ASCII
c) BCD
d) BARCODE
উত্তর: a
13. কোনটি করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট নয়?
a) ডেল্টা
b) মিউ/মু
c) অমিক্রোন
d) জিটা
উত্তর: d
14. ডনবাস কোনটি?
a) রাশিয়ার একটি পারমানবিক স্থাপনা
b) ইউক্রেনের প্রধান সমুদ্রবন্দর
c) ইউক্রেন ও পোল্যান্ডের বিরোধপূর্ণ অঞ্চল
d) ইউক্রেন ও রাশিয়ার একটি যুদ্ধক্ষেত্র
উত্তর: d
15. ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কোন জাতীয়তাবাদ মুখ্য ভূমিকা পালন করেছিল?
a) বাংলাদেশী
b) বাঙালি
c) ধর্মীয়
d) সাংস্কৃতিক
উত্তর: b
16. যুক্তিবিদ্যা যার সঠিকতার নিয়ে ব্যাপৃত থাকে তা হলো
a) আচরণ
b) ধারণা
c) চিন্তা
d) কল্পনা
উত্তর: c
17. সূর্য ও চাঁদের জোয়ার সৃষ্টি করার অনুপাত কত?
a) ৫:১১
b) ১২:৬
c) ১১:৫
d) ১১:৬
উত্তর: a
18. কোন লেখকদ্বয়ের লেখনি ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল?
a) প্লেটো ও রুশো
b) প্লেটো ও এরিস্টটল
c) রুশো ও ভলতেয়ার
d) শেক্সপিয়ার ও ভলতেয়ার
উত্তর: c
19. বঙ্গভঙ্গ- এর প্রতিক্রিয়ায় গড়ে ওঠা আন্দোলনের নাম কী?
a) খেলাফাত আন্দোলন
b) অসহযোগ আন্দোলন
c) ওহাবী আন্দোলন
d) স্বদেশী আন্দোলন
উত্তর: d
20. চরমপত্র কী?
a) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান
b) বিবিসি থেকে প্রচারিত অনুষ্ঠান
c) বাংলাদেশ টেলিভিশন থেকে প্রচারিত অনুষ্ঠান
d) রেডিও পাকিস্তান থেকে প্রচারিত অনুষ্ঠান
উত্তর: a
21. এল নিনো ঘটাতে পারে-
a) কাদা ধস
b) বন্যা
c) খরা
d) সবগুলোই
উত্তর: d
22 . অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রধান নিয়ামক কোনটি?
a) ধর্ম ও বর্ণের নির্দিষ্টতার প্রয়োগ নেই
b) সকল মানুষ সমান
c) মানুষ সামাজিক জীব
d) আইনের শাসন
উত্তর: a
23. সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশরূপ-
a) সামাজিক স্তরবিন্যাস
b) সামাজিক গতিশীলতা
c) সামাজিক সমস্যা
d) অনুন্নয়ন
উত্তর: a
24. একটি সংঘের নির্দিষ্ট নাম ও ----- থাকে।
a) ঠিকানা
b) প্রতীক
c) উদ্দেশ্য
d) গোষ্ঠী
উত্তর: c
25. ভোগ অপেক্ষক C = a+bYD একেক্ষেত্রে b এর মান কত হতে পারে?
a) -১
b) ০.৭
c) ৩
d) ∞
উত্তর: b
26. অর্থনীতিতে 'দীর্ঘকাল' বলতে কী বুঝায়?
a) এক বছরের কম সময়
b) দশ বছরের বেশি সময়
c) যে সময়কালে উৎপাদনের সব উপকরণই পরিবর্তনশীল
d) যে সময়কালে কমপক্ষে একটি উপকরণ পরিবর্তনশীল
উত্তর: c
27. জিডিপি (GDP) তে কোনটি অন্তর্ভুক্ত?
a) গৃহিণীর গৃহস্থালির কাজ
b) রপ্তানিকৃত পণ্য হতে অর্জিত অর্থ
c) অবৈধ ব্যবসা হতে উৎসারিত আয়
d) রেমিটেন্স (Remittance)
উত্তর: b
28. শিল্পায়ন ও নগরায়নের ফলে কোন ধরণের পরিবার গড়ে ওঠে?
a) যৌথ পরিবার
b) বর্ধিত পরিবার
c) অণু পরিবার
d) পিতৃতান্ত্রিক পরিবার
উত্তর: c
29. কার্ল মার্কসের সামাজিক স্তরবিন্যাস তত্ত্বের ভিত্তি কী?
a) আসাবিয়া
b) সামাজিক সংহতি
c) অর্থনীতি
d) আদর্শ-নমুনা
উত্তর: c
30. রাজনৈতিক স্বাধীনতার সটিক উদাহরণ কোনটি?
a) শিক্ষালাভ
b) ভোটদান
c) পরিবার গঠন
d) চাকরি প্রাপ্তি
উত্তর: b